বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: জন ধন অ্যাকাউন্টের একটি বড় অংশের গ্রাহকের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে। সেগুলি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের চিঠির জবাবে এই পরিসংখ্যান উল্লেখ করেছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবত কারাড। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির কোনও খোঁজ মিলছে না বলে জানানো হয়েছে অর্থমন্ত্রকের তরফে।

জহর সরকারকে দেওয়া জবাবে অর্থমন্ত্রক উল্লেখ করেছে, মোট জনধন অ্যাকাউন্টের সংখ্যা ৫০.৮১ কোটি। সেগুলির মধ্যে ১৮ থেকে ২০ শতাংশের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। আরও জানানো হয়েছে, সমগ্র ব্যাঙ্কিং ক্ষেত্রে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা এই জনধন প্রকল্পে খোলা অ্যাকাউন্টের সমান। তবে অর্থমন্ত্রক জানিয়েছে, যে কোনও সময়েই এই অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের নথিপত্র জমা দিয়ে বিনা খরচেই ফের অ্যাকাউন্টগুলি চালু করতে পারেন। এই নিষ্ক্রিয় অ্যাকাউন্টে জমা পড়ে থাকা অর্থের পরিমাণ ১১,৫০০ কোটি টাকা। অর্থমন্ত্রক জানিয়েছে, এই অর্থ জনধন অ্যাকাউন্টে মোট জমা পড়া অর্থের ৫.৬ শতাংশ। তবে অ্যাকাউন্টের গ্রাহকরা যে কোনও সময়ে তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে যে কোনও মূহুর্তে টাকা জমা বা তোলা করতে পারবেন। অর্থমন্ত্রকের জবাব প্রসঙ্গে জহর সরকারের বক্তব্য, "অর্থমন্ত্রকের স্বীকারোক্তি যে, ৫১ কোটি জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ২০ শতাংশ অর্থাৎ ১০ কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা সেগুলির কোনও হদিশ নেই। মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, এইভাবে ১১,৫০০ কোটি টাকা সরকারি টাকার ব্যবহার হচ্ছে না।"